সোম ও মঙ্গলবার যে কারণে খোলা থাকবে ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪


সোম ও মঙ্গলবার যে কারণে খোলা থাকবে ব্যাংক
ফাইল ছবি

শবে কদরের ছুটির দিনেও আজ রবিবার রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা আছে। এছাড়া আগামী সোম ও মঙ্গলবার ব্যাংকে স্বাভাবিক লেনদেন হবে। 


আগামী বুধবার থেকে শুরু হবে ঈদের তিন দিনের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি কারণে ওই দিন ব্যাংক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে আবার স্বাভাবিক লেনদেন হবে।


আরও পড়ুন: ছুটির দিনেও যে কারণে ব্যাংক খোলা আজ


তবে ঈদের ছুটিতে ১০ এপ্রিল বিশেষ ব্যবস্থাপনায় ব্যাংক খোলা থাকবে কিনা সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশেষ করে গার্মেন্ট শ্রমিক ভাতা দেওয়ার সুবিধার্থে যদি খোলা রাখতে হয় তবে আজ কালের মধ্যে সিদ্ধান্ত জানাবে। আর যদি নতুন কোনো সিদ্ধান্ত না আসে তবে আগামী ১০ থেকে ১৪ এপ্রিল টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।


জেবি/এজে