এবারের ঈদে চাপ নেই পাটুরিয়া ঘাটে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪


এবারের ঈদে  চাপ নেই পাটুরিয়া ঘাটে
ছবি: সংগৃহীত

এবারের ঈদ যাত্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার ঘরমুখো যাত্রীরা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ফেরিঘাট পার হচ্ছে। পদ্মা সেতু  চালু হওয়ার পর থেকেই এই রুটে যানবাহনের সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। নদী পুরোপুরি শান্ত থাকা এবং নাব্য সংকট না থাকায় ফেরি পারাপার হচ্ছে আধা ঘণ্টার কম সময়ে। ভোগান্তি ছাড়াই ঘাট পার হতে পেরে যাত্রীরা খুশি।


সোমবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায় এবারে ফেরি ঘাটে নেই চিরচেনা যানজট। তবে গেল কয়েক দিনের তুলনায় বেড়েছে যাত্রীর সংখ্যা। ছোট-বড় ১৬টি ফেরি ও ১৭টি লঞ্চ দিয়ে পার করা হচ্ছে যাত্রী ও যানবাহন।


আরও পড়ুন: ঈদের ছুটিতে বাসা-বাড়ি ছাড়ার আগে যা করা আবশ্যক


বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাটের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম গণনাধ্যমকে বলেন, “সকাল থেকেই ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারের জন্য আমরা প্রস্তুত আছি।” এখন যানবাহন ও যাত্রীদের জন্য ফেরি অপেক্ষা করছে বলেও জানান তিনি।


জেবি/এসবি