দেশের পথে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪
মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়া পর এবার জাহাজ এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক দেশে ফিরে আসছেন। বর্তমানে এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক দুবাইয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। আগামী ১৯ থেকে ২০ তারিখ তাদের দুবাই পৌঁছানোর কথা রয়েছে।
সেখানে পৌঁছালে নাবিকদের পরিবার ও নিজেদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালিকপক্ষ থেকে অর্থ দেয়া হবে বলেও গণমাধ্যমকর্মীদের এমনটা জানান কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম ।
আরও পড়ুন: দস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক মুক্ত
তিনি বলেন, “২০০৯ সালে এমভি জাহান মণি উদ্ধারের পর ২৬ জনকে কেনাকাটার জন্য ডলার দেয়া হয়েছিলো। এবারও সেই পরিকল্পনা আছে মালিকপক্ষের।”
আরও পড়ুন: যেভাবে ঈদের নামাজ পড়লেন জিম্মি ২৩ নাবিক
গেল ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল-হারমিয়া বন্দরে যাওয়ার পথে; ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার জেফল উপকূলের কাছে নিয়ে যাওয়া হয়। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের বিনিময়ে ৩১ দিন পর সোমালী জলদস্যুদের কবল থেকে ছাড়া পান ২৩ বাংলাদেশি নাবিক।
জেবি/এসবি