মিরপুরে তামিম-শান্তর মধ্যে দীর্ঘ আলোচনা


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪


মিরপুরে তামিম-শান্তর মধ্যে দীর্ঘ আলোচনা
ছবি: সংগৃহীত

দেশসেরা ওপেনার তামিম ইকবাল গত বছরের সেপ্টেম্বরের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। ওডিআই বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন ড্যাশিং এই ওপেনার। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে জাতীয় দলের হয়ে আর কখনো তামিম ফিরবেন কি না, বা ফিরলেও সেটা কবে নাগাদ। এই বিষয়ে এখনো কিছু পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট নয়। 


বিসিবি বস নাজমুল হাসান পাপনের হাতে বিষয়টি রয়েছে বলে সবারই জানা। ঈদের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে মাঠে গড়িয়েছে ডিপিএলের খেলা। আর এদিন আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ শেষে দীর্ঘসময় আলোচনা করতে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। কী নিয়ে তাদের এই আলোচনা তা জানতে সবার মধ্যেই আগ্রহ দেখা দিয়েছে। 


আরও পড়ুন: তামিমের ফেরা নিয়ে বোর্ড প্রধান কথা বলবেন: লিপু


হোম অব ক্রিকেটে তামিমের সাথে আলাপ শেষে জাতীয় দলের অধিনায়ক শান্ত সংবাদমাধ্যমে বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের ভিতরেই থাক। আমি এমনিতেই নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন অবশ্যই।’


শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়েই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু ভালো করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু নয়। জাস্ট দেখা করা।’


এমএল/