Logo

অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে ম্যাক্সওয়েল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৪, ২১:৪৪
অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে ম্যাক্সওয়েল
ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি মৌসুমে নিজের সহজাত ছন্দে নেই গ্লেন ম্যাক্সওয়েল

বিজ্ঞাপন

আইপিএলের চলতি মৌসুমে নিজের সহজাত ছন্দে নেই গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাকে একাদশেই রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (আরসিবি)। তার পরিবর্তে এই ম্যাচে একাদশে ছিলেন উইল জ্যাকস। অবশ্য ম্যাক্সওয়েল নিজেই তাকে একাদশে না রাখতে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে বলেছেন।

এবার বাজে ফর্মের কারণে অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। অর্থাৎ কবে তিনি আবার দলে ফিরবেন, সে বিষয়ে কোনো কিছুই জানাননি। গতকাল সোমবার হায়দরাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাক্সওয়েল জানিয়েছেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে তিনি ভালো নেই। যে কারণেই তিনি বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাক্সওয়েল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি একটি সহজ সিদ্ধান্ত। আমি শেষ ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) এবং কোচের কাছে গিয়েছিলাম এবং বলেছিলামে যে, আমি মনে করি, দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলেও আরও গভীর গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এখন আমার জন্য একটি ভালো সময় নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতি দেওয়ার, শরীর ঠিকঠাক করার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি আমাকে টুর্নামেন্ট চলাকালীন সময় আবার ফিরে আসতে হয়, আমি আশা করি- সত্যিই ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবো। দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো।

বিজ্ঞাপন

দলের বাজে অবস্থা নিয়ে এই হার্ডডিটার বলেন, ‘পাওয়ারপ্লের পর আমাদের খুব বড় ঘাটতি ছিল। যা গত কয়েক মৌসুমে আমার শক্তির ক্ষেত্র ছিল। আমার মনে হয়েছে, ব্যাট, ফলাফল এবং পয়েন্ট টেবিলের অবস্থান বিবেচনায় দলের জন্য ইতিবাচক অবদান রাখছি না। আমি মনে করি, অন্য কাউকে সুযোগ দেওয়ার জন্য এটি একটি ভালো সময়। আশা করি, কেউ সেই জায়গাটিকে তার নিজের করে তুলতে পারবে।’

বিজ্ঞাপন

চলতি মৌসুমের আইপিএলে নিজের নামের সঙ্গে একেবারেই সুবিচার করতে পারেননি ম্যাক্সওয়েল। বেঙ্গালুরুর হয়ে এই মৌসুমে ৬ ম্যাচে রান করেছেন মোটে ২৮। গড় ৫.৩৩। ৩ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

নিষ্প্রভ ম্যাক্সওয়েলের দলের অবস্থাও একেবারে নাজুক। ৭ ম্যাচ খেলে মাত্র জয় পেয়েছে একটিতে। ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের তলানীতে।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD