ছাগলে আম গাছের পাতা খাওয়ায় সংঘর্ষ, নিহত ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪


ছাগলে আম গাছের পাতা খাওয়ায় সংঘর্ষ, নিহত ১
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়ার জেরে সংঘর্ষে ১ জন মারা গেছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।


সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায়  উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রুহুল আমিন (৪২)। তিনি গ্রামের ফজলুর রহমানের ছেলে।


জানা যায়,  ঘুন্টিঘর এলাকার সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে ছাগল ছাড়তে বারণ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এত রুহুল আমিনকে নামের এক ব্যক্তি নিহতসহ আরও ১১ জন আহত হয়েছেন।


আরও পড়ূন: ৫৯ বছর পর চালু হচ্ছে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ


রুহুল আমিন ও নাজিরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে  চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাতেই ৩জনকে আটক করে পুলিশ। রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আরও পড়ূন: সিলেটে অবিবাহিত পুরুষ বেশি, কম রাজশাহীতে


গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “এ ঘটনায় সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”


জেবি/এসবি