ভারতের কাশ্মীরের ঝিলম নদীতে নৌকাডুবিতে নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪


ভারতের কাশ্মীরের ঝিলম নদীতে নৌকাডুবিতে নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীরে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবোঝাই নৌকা উল্টে গেল ঝিলম নদীতে। ইতোমধ্যেই জলে ডুবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন নদীতে ডুবে গিয়েছেন বলেই আশঙ্কা রয়েছে। আপাতত উদ্ধার কাজে নেমেছে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) নৌকায় চেপে ছিলেন বহু যাত্রী। তাদের মধ‍্যে একটা বড় অংশই ছিল স্কুল পড়ুয়া। ঝিলম নদীতে আচমকাই নৌকাটি উল্টে যায়। যাত্রীরা ডুবে যান। গান্দওয়াল নৌগাম এলাকার এই ঘটনার খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।


আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯ 


ভোরবেলা নৌকাডুবির খবর পেয়েই উদ্ধার কাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঝিলম নদীতে ডুবে যাওয়া ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৭ জনকে। তার মধ‍্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও তল্লাশি চলছে।


এমএল/