Logo

চুয়াডাঙ্গায় পুনাকের আয়োজনে কিশোর-কিশোরীদের কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৪, ০৩:৪৩
45Shares
চুয়াডাঙ্গায় পুনাকের আয়োজনে কিশোর-কিশোরীদের কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আগামীর স্মার্ট বাংলাদেশের চালক হবে আজকের কিশোর কিশোরীরাই

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে জেলার কিশোর কিশোরীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের কিশোরেরা’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু শতাধিক কিশোর কিশোরী অংশ নেন।প্রতিনিধিত্বমূলক এ আয়োজনে আরও অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।

বিজ্ঞাপন

এসময় অতিথিরা কিশোর কিশোরীদের নানা ধরনের অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে উৎসাহমূলক বই তুলে দেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুর।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাইফুদ্দীন হোসাইন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, চুয়াডাঙ্গা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম সেবা)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশের চালক হবে আজকের কিশোর কিশোরীরাই। সেইভাবে তাদেরকে মানুষ করতে হবে। দেখা যায়, কিশোর বয়সেই অনেকে ঝরে যায়। অনেকে আবার নানান অপরাধের সাথে জড়িয়ে পড়ে। যার থেকে গড়ে উঠেছে কিশোর গ্যাং কালচার। এর জন্য দায়ী শুধু ওই কিশোররাই নয়, দায় আছে আমাদেরও। এসব সমস্যা শুধু আইন দিয়ে রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD