প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন:

কক্সবাজারের ৩ উপজেলায় ৩২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪


কক্সবাজারের ৩ উপজেলায় ৩২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ
ফাইল ছবি

প্রথম ধাপে ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের কক্সবাজারের তিন উপজেলায় মনোনয়ন পত্র দাখিলকারি ৩২ জন প্রার্থীরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।


ফলে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, মহেশখালী উপজেলায় ১৫ এবং কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থী মনোনয়ন পত্রই বৈধ।


যেখানে এই ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী বৈধতা পেল।


কক্সবাজার সদর:


কক্সবাজার সদর উপজেলায় ৯ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এই ৫ প্রার্থী হচ্ছেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা জামায়াতের নেতা শহীদুল ইসলাম বাহাদুর, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


কক্সবাজার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন শুধু একজন। তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।


কক্সবাজার সদর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে বৈধ ৩ জন হলেন, চাম্পা উদ্দিন, রোমানা আকতার ও তাহমিনা নুসরাত জাহান লুনা।


মহেশখালী:


মহেশখালী উপজেলায় ১৫ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। এরা হলেন, মোহাম্মদ হাবির উল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ গোলাম কুদ্দুচ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি নির্বাচনকারি মোহাম্মদ শরীফ বাদশা ও আবদুল্লাহ আল নিশান।


আরও পড়ুন: রাখাইন বর্ষ ১৩৮৬ বরণে তিন দিনের জলকেলি উৎসব শুরু


এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন, মো. জাহেদুল হুদা, শাহজাহান পারুল, মো. জহির উদ্দিন, মো. আবু ছালেহ, মিফতাহুল করিম বাবু, মো. সাইফুল কাদির ও মঈন উদ্দিন তোফায়েল।


এই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান ৩ প্রাথীর হলেন, মনোয়ারা বেগম, জাহানারা বেগম ও মিনুয়ারা মিনু।


কুতুবদিয়া:


কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থীর চেয়ারম্যান পদে ৩ জন হলেন, মোহাম্মদ হানিফ বিন কাসেম, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম চৌধুরী ও আছহাব উদ্দিন।


কুতুবদিয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন, আকবর খাঁন, জুনাইদুল হক ও ফরিদ উদ্দিন তালুকদার।


নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন, হাসিনা আকতার ও ছৈয়দা মেহেরুন্নেছা।


নির্বাচন কমিশনের ঘোষণা মতে এই তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম এ। মপ্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।


এমএল/