কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই কী এমন বন্যার কবলে আরব আমিরাত?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪
হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হয়ে বন্যায় তলিয়ে গেছে দুবাই। নজিরবিহীন এমন বন্যায় অনেকেই অবাক বনে গেছেন। কারো আবার দাবি, ক্লাউড সিডিং করে কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে গিয়েই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে। অনলাইনসহ নানা মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ব্যাপারটি নিয়ে অনেক জলঘোলাও হচ্ছে।
তবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) কোনো ধরনের ক্লাউড সিডিং (কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পদ্ধতি) করা হয়নি। এটা মৌসুমি বৃষ্টিপাত।
আরও পড়ুন: হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত
খালিজ টাইমসকে আবহাওয়া দফতরের প্রধান আহমেদ হাবিব বলেছেন, “আবহাওয়ার চরম অবস্থার কারণেই এমন বৃষ্টি হয়েছে। কোনো ধরনের ক্লাউড সিডিং করা হয়নি।”
আরও পড়ুন: তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল বন্ধের ঘোষণা
গেল দুই দিনে ৭৫ বছরের মধ্যে দুবাইতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই তলিয়ে গেছে অনেক এলাকা। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে।
ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ও বিমানবন্দরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় গেল দুই দিনে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ৮৮৪ ফ্লাইট বাতিল করা হয়েছে।
জেবি/এসবি