নড়াইলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর এলাকা থেকে তাদেরকে আটক করে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সেলিম উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুরের কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে মোহাম্মদ সাবু মোল্যা (২৪) এবং নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে মো.হাফিজুর রহমান (২৭)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুনাকের আয়োজনে কিশোর-কিশোরীদের কর্মশালা অনুষ্ঠিত
পুলিশ সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লাহুড়িয়া তদন্ত কেন্দের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি সাবু মোল্যা ও হাফিজুর রহমানকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এতে থাকা ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।’
এ বিষয়ে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সেলিম উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
