নড়াইলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর এলাকা থেকে তাদেরকে আটক করে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সেলিম উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুরের কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে মোহাম্মদ সাবু মোল্যা (২৪) এবং নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে মো.হাফিজুর রহমান (২৭)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুনাকের আয়োজনে কিশোর-কিশোরীদের কর্মশালা অনুষ্ঠিত
পুলিশ সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লাহুড়িয়া তদন্ত কেন্দের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি সাবু মোল্যা ও হাফিজুর রহমানকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এতে থাকা ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।’
এ বিষয়ে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সেলিম উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএল/