তীব্র তাপে অতীষ্ঠ জনজীবন, অনলাইন ক্লাস চায় শিক্ষার্থীরা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪


তীব্র তাপে অতীষ্ঠ জনজীবন, অনলাইন ক্লাস চায় শিক্ষার্থীরা
ফাইল ছবি

গ্রীষ্মকাল আসার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দেশের কয়েক জায়গায় হিট স্ট্রোকে কয়েক জনের মৃত্যুর ঘটনা ও ঘটেছে। সূর্যের তাপ ও তীব্র গরমে প্রায় ঘর বন্দী মানুষ। এই তীব্র তাপদাহে অনলাইন ক্লাসের দাবি জানাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 


হল না থাকায় পুরান ঢাকা ঘিঞ্জি এলাকায় তীব্র যানজটে বাসে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। ছোট আয়তনের ক্যাম্পাসে এতো মানুষের চলাচল, বাড়তি গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউনুস হাসান বলেন, এই তীব্র গরমে বাসে যাতায়াত করে নিয়মিত ক্লাসে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। যানজট ও অসহ্য গরমে প্রাণ যায় যায় অবস্থা। অনলাইন ক্লাসের ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হয়।  


একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন, প্রতিদিন তীব্র গরমে বাসা থেকে জ্যাম ঠেলে ক্যাম্পাসে এসে ক্লাস করা কষ্টকর হয়ে যাচ্ছে। এই তীব্র দাবদাহে অনলাইন ক্লাস চালু করার দাবি জানাচ্ছি।


আরও পড়ুন: ইবির আল-হাদীস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার


বাসে যাতায়াতকারী একজন যাত্রি আশরাফ হোসেন বলেন, আসহ্য গরমে বাসে ধাক্কা- ধাক্কি করে কর্মস্থলে যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। একদিকে গরম আর অন্যদিকে তীব্র যানজট।


পুরান ঢাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, এর আগে কখনো এরকম গরম পড়তে দেখিনি। তীব্র গরমে বাসা থেকেই বের হওয়া যাচ্ছে না।


এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, রবিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সকল অনুষদের ডিনদের সাথে মিটিং রয়েছে। মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান।


উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, তীব্র তাপদাহের জন্য স্কুল-কলেজ বন্ধের ঘোষণাটা দেখলাম। তবে আমরা চাইলেই দ্রুত একটি সিদ্ধান্ত তো নিতে পারি না। খোঁজ নিয়ে দেখলাম, অনলাইনে ক্লাস নেওয়া গেলেও কিছু পরীক্ষা আছে। সবকিছু গুছিয়ে সিদ্ধান্তটা নিতে হবে। রবিবার ১১টায় ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সভাও ডেকেছি। সভা থেকে এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’


উল্লেখ্য, দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজ সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।


এমএল/