রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪
কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুধাংশু বর্মনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সোমবার (২২ এপ্রিল) রাতে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার স্বামী রাজারহাট উপজেলার পোদ্দারপাড়া এলাকার খোকারাম বর্মনের ছেলে।
আরও পড়ুন: রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
পুলিশ জানায়,পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত স্বামী সুধাংশু স্ত্রী গায়েত্রী রানী ওরফে বাতাসীকে (৪০) হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করে। পরে রবিবার (২১ এপ্রিল) সকালের দিকে গায়েত্রী রানী ওরফে বাতাসী মারা যায়। ঘটনার পর নিহতের বাবা দেবেন্দ্র নাথ বর্মন রবিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রাজারহাটে অতি কষ্টে কামারদের চলছে জীবন সংগ্রাম
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা দায়েরের আড়াই ঘণ্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।
জেবি/এসবি