রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪


রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন,রাজারহাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান, এটিএম ফিরোজ মন্ডল ও মো. আবু তালেব সরকার।


আরও পড়ুন: কুড়িগ্রামে হাতে তৈরি টেলিস্কোপ দেখতে জনতার ভীড়


 এদিকে,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  তারা হলেন, চাকিরপশার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার, উপজেলা জাতীয় পার্টি'র সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ সরকার, রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নাজমুল হক নাজু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোরাইশী লায়লা ফেরদৌসী, ফারজানা আক্তার, মাধবী রানী ও মোছা.  রতনা বেগম। আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


জেবি/এসবি