পদ্মায় ডুবে প্রাণ গেল ৩ কিশোরের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে ৩ কিশোর।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) এবং মো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।
এদিন দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
আরও পড়ুন: সিলেটে অবিবাহিত পুরুষ বেশি, কম রাজশাহীতে
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, দুপুরে গোসল করতে নেমে এই তিন কিশোর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নিহত ৫
কাটাখালী থানার ওসি তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।
জেবি/এসবি