Logo

গরমে একাধিকবার গোসল শরীরে যে প্রভাব ফেলে

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৪, ০৫:১৪
211Shares
গরমে একাধিকবার গোসল শরীরে যে প্রভাব ফেলে
ছবি: সংগৃহীত

মাঝে মাঝে দিনে দুইবার গোসল করলে সমস্যা নেই তবে যদি প্রতিদিন একাধিকবার গোসল আপনাকে অসুস্থ করে তুলতে পারে।

বিজ্ঞাপন

প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা জনজীবন। কোনো কিছুতেই যেন স্বস্তি মিলছে না। কাজের প্রয়োজনে বাইরে না গিয়ে উপায় নেই, তবে ঘরে ফিরে শরীর ঠান্ডা করার জন্য গোসলে যাওয়া ছাড়া উপায় নেই। এভাবে কয়েকবার গোসল করলে ক্ষণিকের জন্য আরাম পেলেও  হতে পারে অসুস্থতার কারণ।

মাঝে মাঝে দিনে দুইবার গোসল করলে সমস্যা নেই তবে যদি প্রতিদিন একাধিকবার গোসল আপনাকে অসুস্থ করে তুলতে পারে।

বিজ্ঞাপন

আসুন জেনে নিই গরমে একাধিকবার গোসল শরীরে যে প্রভাব ফেলে- 

বিজ্ঞাপন

১. একাধিকবার গোসলের ফলে আপনার শরীরের ত্বকের গুরুত্বপূর্ণ ব্যাক্টেরিয়াগুলো ধ্বংস হয়ে যেতে পারে। শরীরে ক্ষতিকর ব্যাক্টেরিয়ার পাশাপাশি কিছু ভাল ব্যাক্টেরিয়াও থাকে। যেগুলো আমাদের ত্বককে মারাত্নক সংক্রমণ থেকে দূরে থাকতে সাহায্য করে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। সাবান এবং অন্যান্য প্রসাধনী ব্যবহার করে গোসল করলে করলে ভাল ব্যাক্টেরিয়া নষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

২. ডাক্তারদের মতে, অনেক বার গোসল করলে ত্বক বেশি মাত্রায় আর্দ্র হয়ে যায়। ত্বকের নিজস্ব স্বাভাবিক তৈলাক্ত ভাব শুকিয়ে যায়।আমাদের শুষ্ক ত্বকে ব্যাক্টেরিয়া খুব দ্রুত বাসা বাঁধে।

বিজ্ঞাপন

৩. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু অ্যান্টিবডি এবং ব্যাক্টেরিয়ার প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি দিনে অনেক বার গোসল করেন তাহলে সেগুলো মারা যাবে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায়।

৪. ত্বকের সমস্যা থাকলে অনেক বার এবং বেশিক্ষণ ধরে গোসল করতে নিষেধ করেন।কেননা এতে ত্বকের সমস্যা জটিল হতে পারে। ডাক্তাররা ৫ মিনিটের বেশি শাওয়ারের নীচে থাকতে নিষেধ করেন। তাতে শুধু ত্বক নয়, ক্ষতিগ্রস্ত হয় চুলও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৫. অনেকে আবার গরম থেকে বাঁচতে বরফ মিশিয়ে গোসল করেন। যেটা একদমই ঠিক নয়। বিশেষজ্ঞরা বলেন, এতে সাধারণ মানুষদের ঠান্ডা লাগার ঝুঁকি থাকে। এছাড়াও যাদের বাত, অ্যাজমা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে। বরফপানি দিয়ে গোসল করলে ফুসফুসের মারাত্নক সমস্যাও দেখা দিতে পারে।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD