ভারতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪
ভয়াবহ দুর্ঘটনায় ভারতের অন্ধ্রপ্রদেশে প্রাণ হারালেন ৩ জন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২ জন।
বুধবার (২৪ এপ্রিল) সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরবেলায় মুসুনুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন গাড়ির যাত্রীরা। সামনের একটি লরিকে ওভারটেক করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বেপরোয়া গতিতেই যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। গাড়ি থেকে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে ২জন মহিলা। আহতরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এমএল/