Logo

সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়াচ্ছেন অভিনেত্রী মিমি?

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ০৭:৩৭
66Shares
সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়াচ্ছেন অভিনেত্রী মিমি?
ছবি: সংগৃহীত

এদের কেউ দিলেন ছবি, কেউ দিলেন ভিডিও

বিজ্ঞাপন

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবতীর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, সমুদ্র সৈকতে প্লাষ্টিকের বোতল পড়ে আছে, এই নায়িকা প্যাকেট করে সেগুলো তুলে একপাশে রাখছেন। আর মিমির মুখে একটাই কথা, মানুষ এমনটা কীভাবে করতে পারেন!

সোমবার (২২ এপ্রিল) ছিল আর্থ ডে। পরিবেশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বলিউড থেকে টলিউডের সবাই নিজের মতো করে এই দিনটি পালন করলেন। এদের কেউ দিলেন ছবি, কেউ দিলেন ভিডিও।

বিজ্ঞাপন

টলি নায়িকা মিমিও সেই কারণে আপলোড করলেন এই ভিডিও। সমুদ্র সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিক একত্র করে ডাস্টবিনে ফেললেন তিনি।

বিজ্ঞাপন

এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখলেন, পুরো পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এই দিনকে হ্যাপি আর্থ ডে বলি। এখনও দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত এখনও বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে। প্রকৃতির সাথে আমরা যে অন্যায় করেছি, যে পরিমাণ ক্ষতি করেছি এখনও তাকে শুধরে নেওয়া যায়। প্রকৃতি এখনও সে সুযোগ দিচ্ছে।

বিজ্ঞাপন

এই নায়িকার এমন কাজে বেশ খুশি তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে প্রশংসাও করেছেন নেটিজেনরা। মিমি চক্রবতী যে প্রকৃতিপ্রেমী, তার প্রমাণ ইতোপূর্বেও পাওয়া গেছে। কয়েকদিন আগে নিজের বাড়ির গাছে জামরুলের ভিডিও পোস্ট করেছিলেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানেই তার যত্ন সহকারে জামরুল চাষের ঝলক দেখা গেছে। মিমি নিজে হাতে সেই গাছটি লাগিয়েছিলেন। আর সেই গাছই এবার  ফল দিয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD