যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪


যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের প্রাণহানি
স্কুলশিক্ষক আহসান হাবিব

যশোরে তীব্র গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামের এক স্কুলশিক্ষকের প্রাণহানি।


রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আহসান হাবিব।


তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান।


আরও পড়ুন: যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২. ৬ ডিগ্রি, গলছে রাস্তার পিচ


আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ গণমাধ্যমকে জানান, শিক্ষক আহসান হাবিব আজ সকালে মাঠে কাজ করে ৯টার দিকে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: যশোরে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার


যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ গণআমধ্যমকে বলেন, রবিবার সকালে ওই স্কুলশিক্ষককে (আহসান হাবিব) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনরা জানিয়েছেন যে আজ সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করে স্কুলে গিয়েছেন। স্বজনদের দাবি, তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। 


জেবি/এসবি