Logo

চট্টগ্রামে হিটস্ট্রোকে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০২:৩৬
চট্টগ্রামে হিটস্ট্রোকে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের
ছবি: সংগৃহীত

জেলার বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। 

রবিবার (২৮ এপ্রিল) সকাল বেলা নগরের বাসা থেকে মাদ্রাসায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। 

বিজ্ঞাপন

জেলার বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

বিজ্ঞাপন

মোস্তাক আহমেদ কুতুবীর সহকর্মী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, “মাওলানা মো. মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তিনি সকালে নগরীর চান্দগাঁও এলাকার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সকাল ৯ টায় পায়ে হেঁটে কালুরঘাট ফেরিতে উঠেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এর কিছুক্ষণের মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD