চট্টগ্রামে উপনির্বাচনে জয়ী নুরুল আফছার সরকার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪


চট্টগ্রামে উপনির্বাচনে জয়ী নুরুল আফছার সরকার
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।


রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকনদন্ডী ইউনিয়নের মোট দশটি প্রতিষ্ঠানে ১৩টি কেন্দ্রের ৯১টি কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। 


সকাল থেকেই নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ চলাকালে খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নুরুল আফছার সরকার ও নেজাম উদ্দীন তনি'র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয় বৃষ্টির মত। কেন্দ্রের পাশে অবস্থানরত বাড়িঘর ও একটি মিনিবাস ভাংচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ১৭ রাউন্ড ফাঁকা গুলি করে এবং ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


আরও পড়ুন: দুই উপজেলা চেয়ারম্যানের ভোট যুদ্ধ দেখার অপেক্ষায় টেকনাফবাসী 


পরবর্তীতে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ফের ভোট গ্রহণের পরিবেশ স্বাভাবিক করে। এছাড়া কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দরবেশীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। বাকি কেন্দ্র গুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী এলাকায় ভোটারের উপস্থিতি স্বাভাবিকের চেয়েও কম দেখে গেছে। 


উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ৩৭৭০ ভোট পেয়ে চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নুরুল আফছার সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নেজাম উদ্দীন পেয়েছেন ৩৬০৮ ভোট।


এমএল/