Logo

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইবিতে ইসতিসকার নামাজ আদায়

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ২২:৩২
127Shares
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইবিতে ইসতিসকার নামাজ আদায়
ছবি: সংগৃহীত

এসময় নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মো. আশরাফ উদ্দিন খান।

বিজ্ঞাপন

সারাদেশে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এসময় নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মো. আশরাফ উদ্দিন খান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় নামাজ আদায়কৃত শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তীব্র রোদের তাপে চারপাশের পরিবেশ গরম হয়ে থাকে। এই নামায আদায়ের উছিলায় যেনো মহান আল্লাহ তায়ালা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে বৃষ্টি বর্ষণ করে তা প্রার্থনা করছি। 

বিজ্ঞাপন

কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মো. আশরাফ উদ্দিন বলেন, এই নামাযের মূল উদ্দেশ্য তওবা ইস্তেগফার করা। আল্লাহ তায়ালা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নামাযের হুকুম করেছেন। তাই দেশ বা সমাজ যখন কোনো খরতাপে পড়ে যায় বা এমন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয় তখন আমরা সালাতুল ইস্তিকার আদায় করি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD