তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইবিতে ইসতিসকার নামাজ আদায়


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইবিতে ইসতিসকার নামাজ আদায়
ছবি: সংগৃহীত

সারাদেশে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এসময় নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মো. আশরাফ উদ্দিন খান। 


আরও পড়ুন: গাজীপুরে তীব্র তাপদাহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


এসময় নামাজ আদায়কৃত শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তীব্র রোদের তাপে চারপাশের পরিবেশ গরম হয়ে থাকে। এই নামায আদায়ের উছিলায় যেনো মহান আল্লাহ তায়ালা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে বৃষ্টি বর্ষণ করে তা প্রার্থনা করছি। 


আরও পড়ুন: সদরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মো. আশরাফ উদ্দিন বলেন, এই নামাযের মূল উদ্দেশ্য তওবা ইস্তেগফার করা। আল্লাহ তায়ালা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নামাযের হুকুম করেছেন। তাই দেশ বা সমাজ যখন কোনো খরতাপে পড়ে যায় বা এমন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয় তখন আমরা সালাতুল ইস্তিকার আদায় করি।


জেবি/এসবি