কক্সবাজারে দুইদিনের নৃত্য উৎসব শুরু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


কক্সবাজারে দুইদিনের নৃত্য উৎসব শুরু
ছবি: প্রতিনিধি

‘নৃত্যের তালে তালে নটরাজ / ঘুচাও সকল বন্ধ হে। সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও / মুক্ত সুরের ছন্দ হে।’ এই স্লোগানে প্রথমবারের মতো কক্সবাজারে দুই দিনের ‘নৃত্য উৎসব’ শুরু হয়েছে।

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ আয়োজিত দুইদিনের এই উৎসবের উদ্বোধন করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কেন্দ্রিয় সংসদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইট।

সত্যেন সেন শিল্পগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য জাহেদ সরওয়ার সোহেল, কবি মানিক বৈরাগী প্রমুখ।


উদ্বোধণী অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‌্যালী কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পর ওখানে শুরু হয়েছে কক্সবাজারের শিল্পীদের অংশ গ্রহণের নৃত্য প্রতিযোগিতা।

সত্যেন সেন শিল্পগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি মো. খোরশেদ আলম জানিয়েছেন, দুই দিনের নৃত্য উৎসবে কক্সবাজারের দুই শতাধিক নৃত্য শিল্পী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে সত্যেন সেন শিল্পগোষ্ঠী, কক্সবাজার ও কেন্দ্রিয় সংসদ ছাড়াও নটরাজ নৃত্যাঙ্গন, চট্টগ্রাম, কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, রামুর ইন্সটিটিউট অব মিউজিক, সিমুনিয়া খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর, আরকে রাখাইন গ্রুপ অংশ নিচ্ছেন। উৎসবের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল) উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করবেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।

এমএল/