নড়াইলে তীব্র তাপপ্রবাহে যুবকের হিটস্ট্রোক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


নড়াইলে তীব্র তাপপ্রবাহে যুবকের হিটস্ট্রোক
ছবি: প্রতিনিধি

নড়াইলে তীব্র তাপ প্রবাহে রাস্তায় হিটস্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন সাগর শেখ (২৮) নামে এক যুবক। 


সোমবার (২৯ এপ্রিল) বিকালে সদর উপজেলার লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ সাগর শেখ নড়াগাতী থানার কলাবাড়ীয়া এলাকার মাহাবুব শেখের ছেলে। 


জানা গেছে, সাগর শেখ সদর উপজেলা লস্করপুর এলাকা থেকে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় চানমারি মোড়ে পৌঁছালে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে এক প্রধান শিক্ষক তাকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করে।


আরও পড়ুন: তীব্র গরমে স্কুলেই অসুস্থ ১৫ শিক্ষার্থী, জ্ঞান হারাল ৬ জন 


এ ব্যাপারে রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, নড়াইল যাওয়ার পথে দেখলাম রাস্তায় হিট স্ট্রোক করে পড়ে আছে এক যুবক, সবাই ছেলেটাকে নিয়ে আছে। কিন্তু হাসপাতালে নেয়ার কথা কেউ বলছে না, তখনি ওই যুবককে নিয়ে একটি ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলাম। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। এখন সে ভালো আছে তবে হয়তোবা আর পাঁচ মিনিট পরে নিয়ে গেলে ছেলেটি মারা যেত। 


এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অলোক কুমার বাগচী জানান, হিটস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন সাগর। এখন তিনি সুস্থ্য আছেন। তাছাড়া তীব্র গরম এর প্রভাবে প্রতিদিন বহুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান তিনি।


এমএল/