প্রাথমিক বিদ্যালয়ে আগুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অফিস কক্ষে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
বিজ্ঞাপন
ফরিদপুরের নগরকান্দায় অবস্থিত নগরকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৩টা ৩০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অফিস কক্ষে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”
বিজ্ঞাপন
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








