বশেমুরকৃবিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে ৪টি অনুষদের ৩১৩ জন গ্র্যাজুয়েট নিয়ে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার (৩০ এপ্রিল) গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েশন ডে’র শুরুতে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী তামিম রহমান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া।
অনুষ্ঠানের শুরুতে ডিনগণ গ্র্যাজুয়েটদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীপে দাখিল করেন। এ ৩১৩ জন গ্র্যাজুয়েটদের মধ্যে কৃষি অনুষদে ১০৭ জন, ফিশারিজ অনুষদে ৫৭ জন, ডিভিএম এ ৬০ জন ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে ৮৯ জন এ ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: নোবিপ্রবি ও গিয়ংসান ন্যাশনাল ইউনিভার্সিটির মাঝে সমঝোতা স্বাক্ষর
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া শুরুতে শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার উপযুক্ত পরিবেশ, উন্নত কারিকুলাম, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্যই এ বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে প্রয়োজনে দেশি বিদেশি উন্নতমানের শিক্ষক নিয়োগের বিষয়েও প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
উচ্চশিক্ষার প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী বিশ্বের গুরুত্বপূর্ণ দেশে গবেষণা ও উচ্চশিক্ষায় সম্মানজনক অবদান রাখছেন যা তাদের এ বিশ্ববিদ্যালয়কে দেয়া প্রতিশ্রুতির বহি:প্রকাশ। তিনি গ্র্যাজুয়েটদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে জাতির আকাক্সক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন নতুন গ্র্যাজুয়েটরা অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে জাতির আকাংক্ষা পূরণে যথাযথ ভূমিকা রাখবে। সমাবেত গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয় এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে তাদের সোনালী ভবিষ্যৎকামনা করে বক্তব্য শেষ করেন।
শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষকদের সহযোগিতামূলক মনোভাবের প্রতি সম্মান জানিয়ে উচ্ছাস ও গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদারের পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএল/