কক্সবাজারে ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ আটক ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪
কক্সবাজারের টেকনাফে ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শীলখালীস্থ বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আরও পড়ুন: কক্সবাজারে বাস-মাইক্রোর সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
আটককৃত মোহাম্মদ ইউনুস টেকনাফের রুহুল্যার ডেফা এলাকার বশির আহমেদের ছেলে।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার খবরে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্ট বসায় বিজিবি। এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। গাড়ির চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সীট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এমএল/