বাংলা গানের যুবরাজ এবার ঢালিউড পেরিয়ে বলিউডে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ৩রা মে ২০২৪
বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। দেশে-দেশের বাইরে আছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। বলছিলাম, “ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায় ” গানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কথা। ঢালিউড পেরিয়ে এবার বলিউড যাত্রা অভিষেক হল এই শিল্পীর। আর এ খুশির খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ মে) রাতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালবাসা অবিরাম। ’
আরও পড়ুন: জায়েদ খানের উপস্থাপনায় গান গাইবেন জেমস
প্রিয় শিল্পীর এমন সুসংবাদ জানতে পেরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন।
জান্নাত নামে একজন লিখেছেন, অভিনন্দন ভাই! ছোটবেলায় আপনার গানের খুব ভক্ত ছিলাম। একবার খুলনায় এসেছিলেন,আপনাকে দেখে অটোগ্রাফ নিয়েছিলাম। শুভকামনা ভাল মনের মানুষ।
আরও পড়ুন: শাকিবের বিয়ে প্রসঙ্গে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য
আবার জাহাঙ্গীর হোসেন নামে আরেকজন মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ। অসাধারণ অর্জন এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আশা করি সামনে আরও ভাল খবর পাবো।
প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে মুম্বাই গেছেন আসিফ আকবর। সেখানে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের স্টুডিওতে তার গান রেকর্ড হয়। আর সে কথা তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেন।