হিজবুল্লাহকে ছোটো করে দেখবেন না: সহকারী মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা এবার ইসরায়েলকে নিজেদের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন । তিনি সতর্ক করে বছেলেন, “হিজবুল্লাহর শক্তিকে খাটো করে দেখবেন না।”
হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাঈম কাসেম আল মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “হিজবুল্লাহ কোনো রকম যুদ্ধ চায় না। কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরে যুদ্ধ শুরু করে তবে আমরা এ জন্য প্রস্তুত আছি।’
আরও পড়ুন: পুরুষদের বিদেশ গমন নিষিদ্ধ করলো মিয়ানমার
তিনি আরো বলেছেন, “তথ্য উপাত্ত বলছে শত্রুরা অক্ষম এবং তাদের যুদ্ধে কোনো আগ্রহ নেই। আমরা বিস্তৃত যুদ্ধের ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখছি না।” “দক্ষিণাঞ্চলে আমরা যা করেছি তাকে গাজার সমর্থনে প্রাথমিক প্রতিরক্ষা পদক্ষেপ বলা যায়। আমরা লেবাননকে রক্ষা করছি এবং ইসরায়েলকে রুখে দিচ্ছি।”
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকপম্পে কাঁপল ফিলিপাইন
এই হিজবুল্লাহ নেতা বলেছেন লেবাননের দক্ষিণাঞ্চলে যা ঘটছে তা কেবল প্রতিরোধের কিয়দাংশ। তিনি বলেছেন, “ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য হিজবুল্লাহর আছে, তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই।” তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এখনো হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি।
জেবি/এসবি