শক্তিশালী ভূমিকপম্পে কাঁপল ফিলিপাইন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪


শক্তিশালী ভূমিকপম্পে কাঁপল  ফিলিপাইন
ফাইল ছবি

ফিলিপাইনে মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশে শক্তিশালী কেঁপে ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পটি ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।


এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 


ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিআইভিএস) জানায়, শুক্রবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগরতীর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বে সমুদ্রের তলদেশের ৮ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


আরও পড়ুন: প্রবল বৃষ্টিপাতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ


পিআইভিএসের তথ্য বলছে, “ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের অবস্থান পরিবর্তন এই ভূমিকম্পের প্রধান কারণ। একই কারণে নিকট ভবিষ্যতে এ অঞ্চলে ফের ভূমিকম্প দেখা দিতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছে পিভিআইএস।”


আরও পড়ুন: ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি


ফিলিপাইন বর্তমানে ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থান করছে। আর এই রিং অফ ফায়ারে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় মাঝে মাঝে। সে কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা সক্রিয়তা দেখা দেয়।


জেবি/এসবি