Logo

টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র হলেন সাদিক খান

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৪, ২১:৩৯
98Shares
টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র হলেন সাদিক খান
ছবি: সংগৃহীত

কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জিতেছেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। প্রতিদ্বন্ধী প্রার্থীর বিপক্ষে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন লেবার পার্টির এই প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৩২ দশমিক ৭ শতাংশ ভোট।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

অপরাধ ও বিশুদ্ধ বায়ু ম্যান্ডেট দিয়ে সাদিকের এই  বিজয়ের মাধ্যমে যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি ফের ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা মনে করে, কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জিতেছেন। এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলিসহ আরও হাইপ্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান। পরে ২০২০ সালে দ্বিতীয় দফায় লন্ডনের নগর পিতা হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD