ফল প্রকাশের ৫ দিন আগে মরদেহ বাড়ি ফিরল এসএসসি পরীক্ষার্থীর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৪


ফল প্রকাশের ৫ দিন আগে মরদেহ বাড়ি ফিরল এসএসসি পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

ফল প্রকাশের ৫ দিন আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় লাশ হয়ে বাড়ি ফিরল আলিফ (১৬)  নামে এসএসসি পরীক্ষার্থী। 


মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে নয়টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুইদিন ধরে নিখোঁজ থাকা ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, নিহত কিশোরের আলিফ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে। 


আরও পড়ুন: মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নারী আরোহীর মৃত্যু


এ বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আলিফের বন্ধু আরাফাত হোসেন গণমাধ্যমকে বলেন, রবিবার (৫ মে) আমরা ৯ জন বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে গোসল করতে নামি। আমাদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ সাঁতার জানতো না। আমরা সাতরে কিছুটা দূরে গিয়ে গোসল করছিলাম। আলিফ নদীর কিনারায় ছিল। সে সাতরে আমাদের কাছে আসতে চাইলে স্রোতের তোড়ে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণেও তার কোন হদিস না পেলে তার পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


আরও পড়ুন: মুন্সিগঞ্জের শ্রীনগরে আগাম সবজি চাষে সাফল্য


বিষয়টি সম্পর্কে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান জানান, মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে এটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


জেবি/এসবি