সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৭মে) বিকেল সাড়ে ৪ টায় সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে গভীর রাতে কবরের ওপর দাউ দাউ করে জ্বলছে আগুন
এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে আগামী ৮ মে গ্রহণ সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকল পদের নির্বাচন স্থগিত করা হলো।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে অটো বাইকের কমিটি অনুমোদন
এ বিষয়ে পরবর্তী করণীয় কতৃপক্ষের নির্দেশনা ক্রমে জানানো হবে।
জেবি/এসবি