ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু

নতুন সরকার গঠনের পরেই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
আবারও ঢাকা সফরে আসছেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তার ঢাকা সফরের কথা রয়েছে। নির্বাচন নিয়ে সকল দলকে সংলাপে অংশগ্রহণের চিঠি লেখার পরে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন সরকার গঠনের পরেই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও ২ দেশের মধ্য বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গেল ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।
বিজ্ঞাপন
জেবি/এসবি