কেরানীগঞ্জে লক্ষাধিক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত শাহীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৪
নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ লক্ষের ও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।
আরও পড়ুন: যে কারণে কম ভোট পড়েছে, জানালেন সিইসি
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী রেশমা জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন।
আরও পড়ুন: শেষ হলো প্রথম ধাপের উপজেলা ভোট, চলছে গণনা
উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে চতুর্থ বারের মতো শাহীন আহমেদের জয় নিশ্চিত হওয়ার পরপরই বিজয় উল্লাসে ফেটে পড়ে তার কর্মীসমর্থকেরা। রাতে উপজেলার বিভিন্নপ্রান্তে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরন করেন তারা। বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তার জয় কেরানীগঞ্জবাসীকে উৎসর্গ করে সকলকে ধন্যবাদ জানান তিনি। সেই সাথে তার অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করে কেরানীগঞ্জকে মডেল উপজেলায় রুপান্তর করতে সকলের সহায়তা চান নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন আহমেদ।
আরএক্স/