Logo

ব্রাজিলে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠালেন নেইমার জুনিয়র

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৪, ০৭:০১
95Shares
ব্রাজিলে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠালেন নেইমার জুনিয়র
ছবি: সংগৃহীত

আর যে খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন আল হিলালের তারকা

বিজ্ঞাপন

গত ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলে রাজ্য। বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক, ডুবে আছে স্টেডিয়াম এবং বিমানবন্দর। এ অবস্থায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

সেই সাথে সামর্থ্যবানদের প্রতি দেশবাসীর এমন ভয়াবহ পরিস্থিতে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। বন্যায় আক্রান্তদের জন্য ব্যক্তিগত প্লেন বোঝাই করে ত্রাণ পাঠিয়েছেন নেইমার। আর যে খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন আল হিলালের তারকা।

বিজ্ঞাপন

সহায়তা পাঠানোর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড তারকা লিখেছেন, আমি যা করি বা যেভাবে সহায়তা করি তার সবই আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাতে পছন্দ করি না। কারণ, এ ধরনের কাজগুলো মন থেকে করতে হয়, কোনো প্রতিশ্রুতির জন্য নয়। তাই এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে বাকীদেরও এগিয়ে আসার জন্য উৎসাহ প্রদান করা।

বিজ্ঞাপন

আমি আমার এয়ারক্রাফটের সকল পাইলট এবং যারা এই কাজে যুক্ত ছিল সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনেক দূর থেকে প্রার্থনা করছি, যেন সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমার বাবা আমার দেখভাল করার পাশাপাশি সম্ভাব্য সব উপায়েই সহায়তা করছেন।

বিজ্ঞাপন

উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যটির ইতিহাসে এবারই ইতিহাসের ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধসের ঘটনা ঘটেছে। একটি বাঁধের কিছুটা ভেঙে গেছে।

বিজ্ঞাপন

ফলে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে চার লাখেরও বেশি জনগণ। কয়েকটি শহরের রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ খাবার পানির সংকটে পড়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরবে চলছে নেইমার জুনিয়রের পুনর্বাসন প্রক্রিয়া। খুব শিগগিরই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের তারকা এই ফুটবলার অবশ্য ২০২৪ কোপা আমেরিকায় খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তাকে মাঠে দেখা যেতে পারে আগামী মৌসুম থেকে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD