পটুয়াখালীতে হত্যা মামলার দুই আসামি বাবা ছেলে আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৯ পিএম, ১০ই মে ২০২৪

পটুয়াখালীর দুমকিতে মাহফিলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ দিন চিকিৎসাধীন থেকে আহত মোশারেফ মুন্সি (৫০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরে ওই মামলার আসামী বাবা আ. ছত্তার হাওলাদার (৫৫) ও ছেলে মো. সালাউদ্দিন বাপ্পীকে (৩৫) র্যাব-৮ ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা সদর থানাধীন পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: জনবাণীতে সংবাদ প্রকাশের পর মহিপুর ভূমি সহকারী জাহিদুলকে শোকজ
গত ২৬ এপ্রিল শুক্রবার রাত আটটায় পূর্ব কার্তিক পাশা মাহফিলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে মোশারফ মুন্সিসহ ১৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোশাররফ মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় মঙ্গলবার (৭ মে) রাত ১২ টার মারা যায়। মোশারেফ মুন্সির মৃত্যুতে বুধবার (৮ মে) ৩০২ পেনাল কোড সংযোজিত হয় এবং আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান জানান, যৌথ অভিযানে তাদের আটক করে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
