বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৮৩২ হজযাত্রী

বাংলাদেশের প্রথম দুই ফ্লাইটে দেশ ছেড়েছেন ৮৩২ জন হজযাত্রী। এ ছাড়া অপেক্ষমাণ রয়েছেন ৪১৮ জন।
বিজ্ঞাপন
চলতি বছরের পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে হজ ফ্লাইট।
শুক্রবার (১০ মে) বাংলাদেশের প্রথম দুই ফ্লাইটে দেশ ছেড়েছেন ৮৩২ জন হজযাত্রী। এ ছাড়া অপেক্ষমাণ রয়েছেন ৪১৮ জন।
বিজ্ঞাপন
জানা গেছে, শুক্রবার ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট। একটি ফ্লাইট ছিল রাত ৩টা ৫ মিনিটে। এরপর ছিল দুপুর ১টা ২০ মিনিটে। তৃতীয় ফ্লাইট ছাড়ে বিকেল ৫টায়। শেষ ফ্লাইট রাত ১০টা ২০ মিনিটে। ঢাকা থেকে এয়ারলাইনসটির সর্বশেষ হজ ফ্লাইট ১০ জুন, রাত ৮টা ৪০ মিনিটে।
বিজ্ঞাপন
এদিকে, সৌদি আরবের অন্যতম উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের হজ ফ্লাইট রয়েছে ৪৩টি। শুক্রবার ছিল ৪টি ফ্লাইট। ঢাকা থেকে ফ্লাইনাসের সর্বশেষ হজ ফ্লাইট ১২ জুন, রাত ৯টা ২৫ মিনিটে। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইনসের হজ ফ্লাইট ৩৯টি। সর্বশেষ ফ্লাইট ১২ জুন, বিকেল সোয়া ৩টায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মক্কায় পৌঁছে হজযাত্রীরা প্রথমে যা করবেন
বিজ্ঞাপন
উল্লেখ্য, এবারের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দেশে থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। আজ শনিবার (১১ মে) আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী।
জেবি/এসবি