Logo

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা রবিবার

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৪, ০৭:১২
89Shares
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা রবিবার
ছবি: সংগৃহীত

‘যদি আমাদের নির্দেশ দেওয়া হয়’ কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব।

বিজ্ঞাপন

সামনেই বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে চার-ছক্কার হইহুল্লোডের এবারের আসর।

চমক রেখে বিশ্বকাপে অংশগ্রহণ করা অধিকাংশ দেশ নিজেদের দল ঘোষণা করেছে। কিন্তু বিশ্বকাপের জন্য এখনও পর্যন্ত চূড়ান্ত দল ঘোষণা করেনি বিসিবির নির্বাচক প্যানেল। অপেক্ষার প্রহর গুনছেন টাইগার ভক্তরা।

বিজ্ঞাপন

তবে সেই অপেক্ষা শেষ হতে চলেছে। রবিবার (১২ মে) বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু জানান, ‘সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। মানসিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। ‘যদি আমাদের নির্দেশ দেওয়া হয়’ কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব।

বিজ্ঞাপন

বর্তমান সময়ে ব্যাট পাতে রান নেই ওপেনার লিটন দাসের। যা নিয়ে চিন্তায় রয়েছেন ভক্তরা। তাই প্রশ্ন উঠেছে লিটনের বিশ্বকাপ দলে থাকা নিয়ে। এ নিয়ে জানতে চাইলে নির্বাচক লিপু বলেন, এ বিষয়টি নিয়ে কথা বলবেন দল ঘোষণার সময়ই।

বিজ্ঞাপন

এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। হান্নান জানান, দল ঘোষণা করার জন্য আমরা প্রস্তুত আছি। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব। সেটা আগামীকাল হোক আর পরশু হোক।’ 

বিজ্ঞাপন

বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হতে পারে, সে সম্পর্কে  আগেই আভাস দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের এই অধিনায়ক বলেছিলেন, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দলের অধিকাংশ সদস্য যাবেন বিশ্বকাপে। 

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD