বাউফলে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৪


বাউফলে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি
ছবি: প্রতিনিধি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।


রবিবার (১২ই মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারাদেশের মতো বাউফলেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে আনন্দে ভাসছে কৃতকার্য শিক্ষার্থীরা। কিন্তু পটুয়াখালীর বাউফলের তিন-তিনটি প্রতিষ্ঠানে কেউই পাস করেনি। হতাশ উপজেলার শিক্ষানুরাগি মহল। প্রশ্ন উঠেছে তাহলে কি শিক্ষানগরী হিসেবে খ্যাত বাউফল উপজেলায় নিম্নমূখি শিক্ষা চলছে? স্থানীয় যথাযথ কর্তৃপক্ষই বা কি করে? কেন দেখভাল করছে না শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর এসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরই বা কাজ কি?


আরও পড়ুন: পটুয়াখালীতে হত্যা মামলার দুই আসামি বাবা ছেলে আটক


আরও পড়ুন: পটুয়াখালীতে হত্যা মামলার দুই আসামি বাবা ছেলে আটক


রবিবার (১২ মে) বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। যা গতবার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে।


আরও পড়ুন: জনবাণীতে সংবাদ প্রকাশের পর মহিপুর ভূমি সহকারী জাহিদুলকে শোকজ


এ বছর পাসের হার বাড়লেও ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে কেউই পাস করতে পারেনি। তার মধ্যে বাউফলের তিন প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হলো, উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী। পশ্চিম কালিশুরী গার্লস দাখিল মাদ্রাসা এবং উত্তর কেশবপুর গার্লস দাখিল মাদ্রাসা,বাউফল, পটুয়াখালী।


এমএল/