এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৪


এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
প্রিন্স হাসান - ফাইল ছবি

এসএসসি পরীক্ষায় ফেল করে গোপালগঞ্জে  প্রিন্স হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। 


রবিবার (১২ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান। প্রিন্স হাসান গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের শরীফ মহসিনের ছেলে।


নিহতের পরিবারসহ গোপালগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের মোহাম্মদপাড়া এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকে।


আরও পড়ুন: জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা


ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, এ বছর শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে প্রিন্স হাসান। দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার রেজাল্টে এক বিষয়ে ফেল করায় অকৃতকার্য হলে অভিমানে প্রিন্স হাসান নিজ রুমে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে প্রিন্সকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ


আনিচুর রহমান আরও জানান,  নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।


জেবি/এসবি