দর্শনায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করলেন এমপি টগর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পরানপুরে ১ কোটি ৯৫ লক্ষ ২৬ হাজার ও ইসলামবাজারে ৩০ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যায়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করলেন এমপি আলী আজগার টগর।
রবিবার (১২ মে) সকাল ১১ টার দিকে দর্শনা পৌর সভার পরানপুর ৫ নং ওয়ার্ডের বটতলা হতে গোপালখালী পর্যন্ত ৫শ মিটার ও দর্শনা ৭ নং ওয়ার্ডের ইসলামবাজার পাড়ার ২শ ৫০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন।
আরও পড়ুন: বাগেরহাটে রামপাল উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন
ড্রেন উদ্ধোধনের সময় এমপি আলী আজগার টগর বলেন, এ সরকার উন্নয়ন মুলক সরকার, সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে বলে দেশে আজ এতো উন্নয়ন মুলক কাজ হচ্ছে। এমন কোন গ্রাম নেই সেখানে উন্নয়ন হয়নি।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন: বৃষ্টির পানিতেই পুরোপুরি নিভলো সুন্দরবনের আগুন
এ সময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামীলীগের সভাপতি রুস্তম আলী, দর্শনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজেদুল আলম, ওয়ার্ড সেক্রেটারি ফরজ মল্লিক, যুবলীগ নেতা আব্দুল মান্নান, আশরাফুজ্জামান বেল্টু, সাইফুল ইসলাম হুকুম, আশরাফুল আলম প্রমুখ।
এমএল/