ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১২ই মে ২০২৪


ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার। গত সাত মাসেরও বেশি সময় ধরে নির্মম হত্যাকান্ড- তান্ডব চালাচ্ছে ইসরায়েল।


রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রলায় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়িলি হামলায় প্রাণ  হারিয়েছেন ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৬৩ জন। তাছাড়া যুদ্ধ শুরু পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি।


আরও পড়ুন: পারমাণবিক বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান


এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্য জায়গায় সরে গেছে। সোমবার (৬ মে) স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই অসহায় ফিলিস্তিনিরা এই শহর থেকে পালিয়ে যেতে থাকে।


আরও পড়ুন: ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে


এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৩ লাখ গাজাবাসী রাফা থেকে আল-মাওয়াসি শহরের ‘মানবিক অঞ্চলের’ দিকে চলে গেছে।


এর আগে শনিবার (৪ মে) ইসরায়েলের সামরিক বাহিনী পূর্ব রাফাহ ও উত্তর গাজা থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।


জেবি/আজুবা