Logo

ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৪, ২৪:২০
134Shares
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩টি দেশ।

বিজ্ঞাপন

অবশেষে জাতিসংঘের সাধারণ পরিষদে  ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাস হয়েছে। আল জাজিরার তথ্যমতে, একই সাথে পরিষদের পক্ষ থেকে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে আবারও বিবেচনা  জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও করা হয়েছে।

শুক্রবার (১০ মে) প্রস্তাবটির ওপর নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ অর্ন্তভুক্ত ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩টি দেশ। মাত্র ৯টি ভোট পড়েছে প্রস্তাবের বিপক্ষে। গাজায় হামলা বন্ধের কথা মুখে মুখে বললেও প্রতিবারের মতো এবারও ইসরায়েলের পক্ষ নিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। অন্যদিকে ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাধারণ পরিষদে নিরঙ্কুশ সমর্থন পাওয়ার পরও ফিলিস্তিন পূর্ণ সদস্যপদ পাচ্ছে না জাতিসংঘে। তবে নিপীড়িত জাতিটিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব খারিজ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে।

সাধারণ পরিষদের ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জিত না হলেও তুলনামূলক বেশ কিছু সুযোগ-সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন তারা চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে। কিন্তু কোনো প্রস্তাবে ভোট দিতে পারবেন না তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত যে, বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে রায় দিয়েছে। একইসঙ্গে ইসরায়েলের দখলনীতির বিপক্ষে তারা।

ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার এ প্রস্তাব পাসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেছেন, জাতিসংঘ এখন ‘সন্ত্রাসী একটি রাষ্ট্রকে’ স্বাগত জানাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD