বারিতে ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের কীটতত্ত্ব বিভাগ ও কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ল্যাবরেটরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিএআরআই বিজ্ঞানীদের বারি উদ্ভাবিত নতুন প্রযুক্তি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আর্ন্তজাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের অর্থায়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এতে ২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করে।
আরও পড়ুন: বিশেষজ্ঞ প্যানেল ও বারি’র জ্যেষ্ঠ বিজ্ঞানীদের মতবিনিময় কর্মশালা
বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।
এ সময় বারি'র প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব বিভাগ) ড. ফেরদৌসী বেগম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত উপস্থিত ছিলেন।
জেবি/এসবি