টরেন্টোগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আবারও ঢাকায় জরুরি অবতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টোগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের পর যান্ত্রিক ক্রুটির কারণে আবারও নিরাপদে ঢাকায় এসে জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার (১৪ মে) পৌনে সাতটার দিকে ফ্লাইটটি অবতরণ করে।
এ ঘটনায় উড়োজাহাজে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও বিমানবন্দরে অন্তত পাঁচ ঘণ্টাব্যাপী ভোগান্তির শিকার হয়েছেন।
আরও পড়ুন: দেশে পৌঁছে লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন
জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে একটি উড়োজাহাজ ২৮৪ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরেন্টোর উদ্দেশ্যে উড়াল দেয়। পরে দিল্লির আকাশ সীমায় পৌঁছালে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি নজরে আসে। এরপর কোনো প্রকার ঝুঁকি না নিয়ে ফ্লাইটটি সকাল ৬টা ৪০মিনিটে আবারও ঢাকায় এসে নিরাপদে জরুরি অবতরণ করে।
বিমান কর্মকর্তারা জানান, যান্ত্রিক ক্রুটির মেরামত শেষে সকাল ১০টা ৪৬ মিনিটে যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি আবার টরেন্টোর উদ্দেশে ছেড়ে গেছে। এসময় উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে হোটেলে না নিয়ে বিমানবন্দরেই রাখা হয়।
আরও পড়ুন: অবশেষে স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
যাত্রীরা জানান, উড়োজাহাজ থেকে নামার পর টানা পাঁচ ঘণ্টা বিমানবন্দরে বিভিন্ন ভোগান্তির শিকার হন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিমান কর্মকর্তারা বলেন, যাত্রীদের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব ধর ব্যবস্থা করা হয়।
এমএল/