বিআরটিসিতে নারী ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪


বিআরটিসিতে নারী ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভাকক্ষে ৩৬ জন নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মে) ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানী লিমিটেডের নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।


বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইউনিট প্রধান মো. মশিউজ্জামান বলেন, 'বিআরটিসির চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তার সফল বর্তমান স্মার্ট বিআরটিসি। প্রশিক্ষণার্থীদের  এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে'। 


আরও পড়ুন: শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: রাষ্ট্রপতি


দেশে ১৯৮৭ সালে প্রথম নারী গাড়িচালক হিসেবে স্বীকৃতি পান ছালেহা বেগম।


সংস্থার আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, 'বিআরটিসি অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে'।


জানা যায়, নারী গাড়িচালকেরা তুলনামূলক বেশি নিয়ম মেনে চলেন। ঠান্ডা মাথায় গাড়ি চালান। নারীরা নেশা করেন না। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথাও বলেন না। 


পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার বলেন, 'প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ যোগ্যতা ও নৈপুণ্য বৃদ্ধির মাধ্যমে দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারবে'।


আরও পড়ুন: একটি সময়ে চট্টগ্রাম বন্দর অন্য কোন দেশে এর কার্যক্রম পরিচালনা করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


সড়ক পরিবহন আইন ২০১৮-তে নারী চালক নিয়োগে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে।


পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা বলেন, 'প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে এবং বাস্তব প্রতিফলন ঘটাতে পারবে'।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, 'বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পাদন বিষয়ে শিক্ষণ দেওয়াই হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দক্ষ চালক তৈরিতে ভূমিকা রাখতে পারবে'।


এমএল/