রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ১৮ই মে ২০২৪

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ মে) রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার জনবাণীকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাপানি ক্যালিগ্রাফি শিল্পীর ওয়ার্কশপে উচ্ছ্বসিত শিশুরা
মো. শাহজাহান শিকদার জানান, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজধানীর ধোলাইখালে চার তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লাগে।
আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু
তিনি আরও জানান, সূত্রাপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
জেবি/আজুবা