সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪
সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার (১৬ মে) থেকে শনিবার (১৮ মে) পর্যন্ত অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার (১৯ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিৎ করেছে।
আরও পড়ুন: যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সফরকালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতে অংশ নেন তিনি।
স্পিকারের সফরসঙ্গী জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও দেশে ফিরেছেন।
এমএল/