এমপি নয়নের বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ মিথ্যা: মামুনুর রশিদ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২০শে মে ২০২৪


এমপি নয়নের বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ মিথ্যা: মামুনুর রশিদ
ছবি: সাফায়াত সাকিব, লক্ষ্মীপুর

সাফায়াত সাকিব, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের (আনারস) প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ।


রবিবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি এমন মন্তব্য করেন।  


আরও পড়ুন: শাপলুর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ আলতাফ মাস্টার ইতিমধ্যেই বিভিন্ন মিথ্যা ও গুজব ছড়িয়েছে। উস্কানীমূলক বক্তব্যের কারণে একটি সুষ্ঠ অবাধ নির্বাচনের মাঠকে প্রশ্নবৃদ্ধ করছে।


এছাড়া আলতাফ মাষ্টার পাশ্ববর্তী সীমান্ত ভোলা,বরিশাল, চরফ্যাশন থেকে অসংখ্য বহিরাগত লোকজন নিয়ে এসে তার নিজ ইউনিয়নে মহড়া দিচ্ছে।


এমপি নূরউদ্দিন চৌধুরী নয়ন, বিশিষ্ট শিল্পপতি বি.টি.এম এর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বাকি বিল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের বিরুদ্ধে বিভিন্নস্থানে কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়ে আসছে আলতাফ মাস্টার। এ আলতাফ মাষ্টার বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।


আরও পড়ুন: অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার


অধ্যক্ষ মামুনুর রশিদ আরও বলেন, আলতাফ মাস্টার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান থাকাকালীন প্রভাব বিস্তার করে, সরকারি খাসজমি, নথি তৈরি করে বৈধ অবৈধ উপায়ে হাজার-হাজার একর চরের জমি দখল করে, মহিষ পালম,জমি জিরাত, আলতাফ মাষ্টার নামে ঘাট দিয়ে চাঁদাবাজি, নদীতে জাটকা নিধন, লুটপাট, খুন, গুমসহ তার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনীর ও অভিযোগ করা হয়েছে সংবাদ সম্মেলনে।


নির্বাচনের প্রচার-প্রচারণার পর থেকে এপর্যন্ত প্রায় ২০ জন (আনারস) সমার্থকের ওপর হামলা করে আহত করছে তার প্রতিদন্ধী প্রার্থী আলতাফ মাষ্টারের সমার্থকরা এমটাই অভিযোগ করছে অধ্যক্ষ মামুনুর রশিদ।


জেবি/এজে